শুক্রবার, ১৬ মার্চ, ২০১২

বিড ছাড়াই ফ্রীল্যান্সিং জব পাওয়ার একটি চমৎকার সাইট



যারা ফ্রীল্যান্সিং সাইটগুলোতে বিড করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, কাজ পান নি, অথবা ইন্টারনেটে টাকা আয়ের উপর অনেক চেষ্টা করেও ব্যার্থ তাদের জন্য আজ এমন এক সাইটের কথা বলছি যাতে কাজ পেতে আপনাকে কোন রকম বিড করতে হবে না, দরকার নেই কোন বিশেষ দক্ষতারও, শুধুমাত্র ছোট ছোট কিছু কাজের মাধ্যমে আপনি আপনার মাসিক ইন্টারনেট খরচ তুলে আনতে পারবেন একটু মনযোগী হলেই।
microworkers.com হচ্ছে এমন একটা সাইট যেটাতে কাজ করতে হলে আপনাকে কখনই কোন বিড করতে হবে না। আসবেন, কাজ করবেন আর পেমেন্ট পাবেন। নাম শুনেই বুঝতে পারছেন যে এই সাইটের কাজগুলো খুব ছোট ছোট এবং এখান থেকে আপনি পেমেন্ট পাবেন অল্প অ্যামাউন্ট। সর্বনিন্ম ১০ সেন্ট থেকে সর্বোচ্চ ৪ ডলার পর্যন্ত কাজ আমি দেখেছি। কাজগুলোও এমন যে আপনার করতে ১ মিনিট থেকে ৩০ মিনিট লাগবে। কাজগুলোর মধ্যে উল্ল্যেখযৌগ্য হল সোস্যাল বুকমার্কিং সাইটে কোন সাইটকে বুকমার্ক করা বা ভোট দেয়া (যেমন digg, delicious, mixx, redit ইত্যদি), ফেসবুকে ফ্যান হওয়া, ভোট দেয়া, সাইন আপ করা, সফটওয়্যার ডাউনলোড ও ইন্সটল করা, অ্যাডে ক্লিক করা, ব্লগে কমেন্ট করা, আর্টিকেল লেখা, ফোরামে কমেন্ট করা ও লিংক দেয়া, আপনার ব্লগে পোস্ট বা লিংক দেয়া ইত্যাদি। এর মধ্যে আর্টিকেল লেখার কাজে সবচেয়ে বেশী টাকা পাওয়া যায়। ৫০ ওয়ার্ডের একটা আর্টিকেলে আপনি পাবেন ৫০ সেন্ট, ২৫০-৩০০ ওয়ার্ডের ক্ষেত্রে পাবেন সর্বোচ্চ ২ ডলার। আর ব্লগ পোস্টের ক্ষেত্রে রেট নির্ধারিত হয় আপনার ব্লগের পেজর্যাং কের উপর, ৪০ সেন্ট থেকে ১ ডলার। ।সাইটে রেজিষ্ট্রেশনের পর লগিন করলে আপনি কাজের লিস্ট পাবেন। কাজের পাশে দেখবেন কয়টি কাজ একসেপ্ট করা হবে, কয়টি ইতিমধ্যে করা হয়েছে এবং কাজটি করতে আপনার কত সময় লাগবে। কাজটা করা হলে কাজদাতা যে প্রমাণ চাইবে সেটি প্রুফ বক্সে সাবমিট করুন। টাকা পেতে পারবেন পেপ্যাল, মানিবুকারস, অ্যালার্টপে আর চেকের মাধ্যমে। টাকা পাওয়া নিয়ে কোন সন্দেহ নেই। অবশ্যই টাকা পাবেন। আমার পরিচিত যারা কাজ করেছে সবাই টাকা পাচ্ছে। পেপ্যাল আর অ্যালার্ট পে তে প্রতি মাসের ১ তারিখে আর মানিবুকারসে মাসের প্রথম সপ্তাহে পেমেন্ট করা হয়। সর্বনিন্ম পেআউট ৯ ডলার। বর্তমানে যে হারে কাজ আসছে তাতে আমার প্রতি তিন দিনে একটা পেআউট হয়। সাইটটাতে কাজ করতে চাইলেআপনার যে সব একাউন্ট খুলতে হবে সেগুলো হল,
১। একটা ইমেইল অ্যাকাউন্ট। প্রচুর স্প্যাম মেইল আসবে, তাই আপনার পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে কোন কাজ করবেন না।
২। digg.com
৩। delicious.com
৪। mixx.com
৫। redit.com
৬। facebook (অন্তত ১০০ ফ্রেন্ড)
৭। myspace
৮। একটি ইংরেজী ব্লগ
৯। টুইটার
১০। hubpage
১১। jumptag.com

এই অ্যাকাউন্টগুলো আগে খুলে রাখাই ভাল। তা না হলে কাজ আসার পর খুলে করতে গেলে ততক্ষণে কাজটা নাও থাকতে পারে।
ইন্টারনেটে আয়ের অনেক চেষ্টা করেও যারা ব্যার্থ হয়েছেন তারা সাইটটা দেখতে পারেন। টাকা পেতে কোন সমস্যা হবে না, যদি আপনি কাজ করতে পারেন। টাকা একটু কম পেলেও যা কাজ পাওয়া যাবে তা অনেক সহজ, আর ডাটা এন্ট্রির তুলনায় অনেকগুণ ভাল। আর সহজ কিছু কাজ করে যদি মাসে নূন্যতম নেটের বিলটা উঠে আসে তাতেই বা মন্দ কি?

0 টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons