রবিবার, ২৫ মার্চ, ২০১২

ফ্রীল্যান্সিং এর পথে – ওডেস্ক টিউটোরিয়ালঃ পর্ব ৩

REMI



আজকে পরিকল্পনা অনুযায়ী লিখব কিভাবে একাউন্ট তৈরি করবেন এবং সাইটের ইন্টারফেস চিনতে সাহায্য করব।


একাউন্ট তৈরিঃ


২। Create an Account এ ক্লিক করুন।
৩। আপনি যেহেতু কাজ করবেন, সুতরাং “Freelance Contractor – I want to earn money as an independent contractor” এ টিক চিহ্ন দিন।
৪। নিচের মত সব তথ্য সঠিকভাবে দিয়ে পূরণ করুন। অবশ্যই তথ্য নির্ভুল দিবেন। আর নিরাপত্তা প্রশ্নের উত্তর অবশ্যই মনে রাখতে হবে। তা না হলে, একাউন্টের খবর আছে। ইমেইল এড্রেস জিমেইলের হলে সবচেয়ে ভালো হয়।
৫। এখন যে লেখাগুলো পাবেন, সেখান থেকে মেইল কনফার্ম, ইনফর্মেশন দেয়া, ওডেস্ক প্রোফাইল কমপ্লিট করা ও ইউজার এগ্রিমেন্ট এ রাজি হতে বলা হবে।
৬। আপনার দেয়া ইমেইল এড্রেসে একটি মেইল যাবে ওডেস্ক থেকে। সেখানকার লিঙ্ক এ ক্লিক করে একাউন্ট কনফার্ম করুন।
৬। Fill out Contact Information এ ক্লিক করুন। তথ্য গুলো পূরণ করে কন্টিনিউ করুন।
৭। এবার Complete your odesk profile এ ক্লিক করুন। এখান থেকে জব ক্যাটাগরি সিলেক্ট করুন (আপনি যেগুলো করতে পারবেন, ১০টার বেশি না), প্রাইমারি রোল হিসেবে যেটা আপনি সবচেয়ে ভালো পারেন, সেটা সিলেক্ট করুন। আওয়ার্লি রেট দিয়ে দেন ১.০৮। এভাবিলিটিটে যত ঘণ্টা কাজ করতে পারবেন, তত ঘণ্টা সিলেক্ট করে দেন (যেমন, ১০ ঘণ্টা সপ্তাহে)। টাইটেল দেন এরকম “Wordpress Developer, Data Entry Professional, Blog Writer, Creative Writer” (যেগুলো পারেন সেগুলো দিবেন)। কন্টিনিউ করুন।

৮। Accept the Odesk User Agreement এ ক্লিক করুন। I agree তে টিক চিহ্ন দিয়ে সাবমিট করুন।
৯। এবার দেখবেন Post my Profile এসে গেছে। এটাতে ক্লিক করুন।

সাইট ইন্টারফেস পরিচিতিঃ


১। ফাইন্ড ওয়ার্কে পাবেন ফাইন্ড জবস অর্থাৎ, এখানে কাজ খুঁজে পাবেন; জব এপ্লিকেশনে দেখতে পাবেন আপনি কোন কোন কাজে এপ্লিকেশন সাবমিট করেছেন; প্রোফাইলে প্রোফাইল দেখতে পাবেন; টেস্টে কোন কোন টেস্ট দিয়েছেন সেগুলো দেখতে পাবেন।
২। মাই জবস তেমন গুরুত্বপূর্ণ নয়। পরে এটা নিয়ে আলোচনা করা হবে।

৩। ওয়ালেটে পেমেন্ট মেথড সিলেক্ট করতে পারবেন; টাকা উইথড্র করতে পারবেন; সব ট্রান্সেকশনের হিস্টোরি পাবেন এখানে (এগুলো সম্পর্কে পরে বিস্তারিত জানানো হবে)।
৪। ডান পাশে দেখতে পাবেন আপনার প্রোফাইলের সারাংশ। অর্থাৎ, জব এপ্লিকেশনে বায়ারের সাথে কোন কোন জব নিয়ে আলোচনা করা হচ্ছে তা দেখতে পাবেন; সেন্ট এপ্লিকেশনে কতগুলো এপ্লিকেশন পাঠিয়েছেন তা দেখতে পাবেন।

সূত্র

0 টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons