সোমবার, ১৯ মার্চ, ২০১২

Alertpay তে একাউন্ট তৈরির প্রক্রিয়ার A to Z


 






 





google তে অনেক খুজেও Alertpay তে একাউন্ট তৈরির প্রক্রিয়ার A to Z পাইনি। যাও পেয়েছি তা সম্পূর্ণ নয় । তাই আমি আজ বলবো Alertpay তে একাউন্ট তৈরির প্রক্রিয়ার A to Z

Alertpay তে একাউন্ট করার সময় আপনার সঠিক তথ্য গুলো দিবেন, কোন ফেক বা মিথ্যা তথ্য দিবেন না ।

একাউন্ট তৈরির প্রক্রিয়া অ্যালার্টপে সাইটে তিন ধরনের একাউন্ট রয়েছে-
Personal Starter
*Personal Pro
Business
 
একাউন্টগুলোর যেকোনো একটিতে বিনামূল্যে রেজিস্ট্রেশন করা যায় এবং পরে যেকোনো সময় একাউন্ট পরিবর্তন করা যায়। তিনটি একাউন্টের সাহায্যেই ইন্টারনেটে নিরাপদে কেনাকাটা করা এবং বিনামূল্যে অন্য ব্যবহারকারীকে টাকা পাঠানো যায়।

এর বাইরে তিনটি
একাউন্টের আলাদা সুযোগসুবিধা রয়েছে। এগুলো হচ্ছেঃ–-

Personal Starter : এ ধরনের একাউন্টের একমাত্র বড় সুবিধা হচ্ছে অন্য অ্যালার্টপে ব্যবহারকারী থেকে টাকা গ্রহণ করতে কোনো ধরনের ফি দিতে হয় না। তবে এ ধরনের একাউন্টে কেউ ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা দিলে তা পাওয়া যায় না। আরেকটি অসুবিধা হচ্ছে মাসে ৪০০ ডলারের বেশি টাকা গ্রহণ করা যায় না এবং সব পেমেন্টসহ সর্বমোট ২,০০০ ডলারের বেশি অর্থ গ্রহণ করা যাবে না।  
 
*Personal Pro : ফ্রিল্যান্সারদের জন্য এ ধরনের একাউন্টে সব ধরনের সুবিধা পাওয়া যায়। এখানে টাকা গ্রহণে কোনো সীমাবদ্ধতা নেই। তবে এক্ষেত্রে অন্য একজন অ্যালার্টপে ব্যবহারকারী থেকে টাকা গ্রহণ করলে ২.৫% + ০.২৫ ডলার ফি দিতে হয়। ক্রেডিট কার্ডের মাধ্যমে কোনো ব্যবহারকারী টাকা পাঠালে ফি-র পরিমাণ হয় ৪.৯% + ০.২৫ ডলার। এ ধরনের একাউন্টের একটি বড় সুবিধা হচ্ছে এর ব্যবহারকারী ইচ্ছে করলে নিজের ওয়েবসাইটে অ্যালার্টপে যুক্ত করে কোনো পণ্য বা সার্ভিস বিক্রি করতে পারবেন এবং ক্রেতার কাছ থেকে সহজেই টাকা গ্রহণ করতে পারবেন।

Business:একাউন্টের সাহায্যে আপনার নিজস্ব ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে অনলাইনে অর্থ লেনদেন করতে পারবেন। এখানে একটি একাউন্টের সাহায্যে একাধিক ব্যবসায় পরিচালনা করা যায়। এ একাউন্টের আরেকটা সুবিধা হচ্ছে একসাথে একাধিক ব্যবহারকারীকে টাকা পাঠানো যায়। আর টাকা গ্রহণ করার ক্ষেত্রে
বিজনেসএকাউন্টের মতো সমপরিমাণ ফি দিতে হয়।
চলুন দেখে নেই কিভাবে করবেনঃ——


*Alertpay তে account খুলতে এখনে


https://www.alertpay.com/?cTJpAzm4zKu0ydFG6MTDDQ%3d%3d
লোড না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
সাইটটি লোড হওয়ার পর ডান পাশের Sign Up লেখা বাটনটিতে ক্লিক করুন। নতুন একটি পেইজ ওপেন হবে।
Select your country বক্সটি থেকে Bangladesh সিলেক্ট করুন।
তবে আমি বলবো আপনি যেহেতু নতুন তাই আপনি একটি

Select your account type থেকে Personal Pro
একাউন্ট খুলে নিন
তাতে আপনার অনলাইনে আয় করতে সুবিধা হবে।


Select your account type থেকে

Personal Starter অথবা

Personal Pro অথবা


Business. সিলেক্ট করুন।

তারপর পেইজটির নিচের অংশে ডান পাশে Next Step বাটনটিতে ক্লিক করে পরবর্তী পেইজটির জন্য অপেক্ষা করুন।
নতুন পেইজটি পুরোপুরি ওপেন হওয়ার পর Contact Information
নামে একটি Registration Form দেখতে পাবেন।

Registration Form টি প্রয়োজনীয় তথ্য দিয়ে পুরণ করুন।
Salution: এখানে আপনি Mr. বা Mrs. যাই হোন তা লিখুন।
First Name: এখানে আপনার নামের প্রথম অংশ লেখুন।
Last Name: এখানে আপনার নামের শেষ অংশ লেখুন।

Address Line 1: এখানে আপনার ঠিকানা লেখুন।

Address Line (Optional) 2: প্রয়োজন নাই।
City: আপনার শহরের নাম লেখুন।
Region: এখানে লেখুন দক্ষিন এশিয়া
South Asia
Postal Code: এখানে পোস্টকোড লেখুন।

Country: এখানে আপনার দেশের নাম Banglades লেখুন।
Citizenship: Bangladesh সিলেক্ট করুন।

Home Phone: Bangladesh+880থাকবে এবং এর নিচের বক্সে আপনার মোবাইল নম্বর লেখুন।
Occupation: আপনার পেশা কী সেটা সিলেক্ট করুন।
Date Of Birth: আপনার জন্ম তারিখ সিলেক্ট করুন।
এরপর পেইজটির নিচের অংশে ডান পাশে
Next Step বাটনটিতে ক্লিক
করে পরবর্তী পেইজটির জন্য অপেক্ষা করুন।

নতুন পেইজটি পুরোপুরি ওপেন হওয়ার পর AlertPay Account Login
নামে একটি Form দেখতে পাবেন।

Form টি প্রয়োজনীয় তথ্য দিয়ে পুরণ করুন।


Email Address: এখানে ইমেইল এড্রেস লেখুন।
Password: এখানে নূন্যতম ৬ অক্ষরের একটি পাসওয়ার্ড লেখুন।
Re-enter Password: পুনরায় নূন্যতম ৬ অক্ষরের পাসওয়ার্ডটি লেখুন।

Transaction PIN: ৪ থেকে ৮ অক্ষরের যে কোন একটি নাম্বার লেখুন।
Re-enter transaction PIN: পুনরায় ৪ থেকে ৮ অক্ষরের নাম্বারটি লেখুন।
Password Recovery:
Security Question #: তীর চিহ্নটিতে ক্লিক করে একটি প্রশ্ন সিলেক্ট করুন।
Answer #: এখানে প্র্রশ্নটির উত্তর লেখুন।

Third Party Information:
এখানে No এর পাশে ছোট গোল ঘরটিতে (রেডিও বাটন) ক্লিক করুন।

Word Verification:
এই অংশে বড় বড় যে অক্ষরগুলো দেখতে পাবেন সেগুলোকে ঠিক সেইভাবেই নিচের বক্সটিতে লেখুন।

User Agreement:
I agree to AlertPay’s User Agreement এর পাশে ছোট চারকোনা বক্সটিতে ক্লিক করুন।
এখন পেইজটির নিচের অংশে ডান পাশে Final Step বাটনটিতে ক্লিক
করে পরবর্তী পেইজটির জন্য অপেক্ষা করুন।

নতুন পেইজটি পুরোপুরি ওপেন হওয়ার পর নিচের মত কিছু লেখা দেখতে পাবেন:
Referred By: এখানে একটি রেফারকারীর নাম দেয়া থাকেব।
Validate Email
Check your email
We have sent an email to example@gmail.com

Click on the Validation Link
In the email, click on the validation link or copy and paste the link into your browser.
Didn’t receive a validation email?
Click here and we will send you another one!.
Earn money ! by Referral program.
এখন আপনি আপনার ইমেইল একাউন্টটিতে লগ ইন করে ইনবক্সটি চেক করুন। লক্ষ্য করুন ALERTPAY: Validate Your Email শিরোনামে একটি Message

দেখা যাচ্ছে। Message টি ওপেন করুন।
আপনাকে সম্বোধন করে নিচের মত কিছু লেখা থাকবে:
Dear অমুক/তমুক,
You have 1 step remaining to complete your registration. Please click on the following link

or Copy and Paste in your browser to validate your e-mail address:
উপরের লেখাগুলোর পরেই একটি হালকা নিল Validation link থাকেব, সেটার উপরে ক্লিক করুন। নিচের মত তথ্য নিয়ে নতুন একটি পেইজ ওপেন হবে:
অনেক কষ্ট হলো, তাই না?
আপনি অনেক কষ্ট করে ALERT PAY তে সফলতার সাথে একটি একাউন্ট করেত সমর্থ হয়েছেন।


ALERT PAY সাইটিকে আমরা একটি ব্যাংকের সাথে সাদৃশ্য
করতে পারি। অর্থাৎ, ব্যাংক একাউন্টে যেমন আমরা টাকা জমা রাখা বা তুলেত
পারি, ALERT PAY তে একাউন্ট মানে ঠিক ঐ কাজগুলোই করার সুযোগ
গ্রহন করা।

শুধু নেটে কাজ করে আয় করলেই হবেনা কাজ করে সেই টাকা হাতেও আনতে হবে। আর এর মাধ্যম হলো অনলাইন ব্যাংক। অনলাইন ব্যাংকের মধ্যে এলার্টপে হলো একটি অন্যতম জনপ্রিয় অনলাইন ব্যাংক, যার সাহায্যে ইন্টারনেটে নিরাপদে কেনাকাটা করা ও বিনামূল্যে অন্য ব্যবহারকারীকে টাকা পাঠানো যায় এবং নেটের টাকা নিজের ব্যাংক একাউন্ট -এ নিয়ে আসা যায়।
এলার্টপে একাউন্ট এ লগিন করুন এবং Profile ক্লিক করুন।
তারপর “Verification” ক্লিক করুন।
অনেক গুলো ভেরিফিকেশন অপশন দেখতে পারবেন,
৩-নং অপশন এ আপনার মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করে নিন।
একদম সহজ, আপনার মোবাইল নাম্বার দিবেন,
আপনার মোবাইলে মেসেজের মাধ্যমে একটি কোড আসবে এবং সেই কোড যথাস্থানে বসিয়ে ভেরিফাই করে নিবেন।
এছাড়া আপনার ব্যাংক একাউন্টে অথবা আপনার ক্রেডিট কার্ড ভেরিফাই করে নিন।
এলার্টপে একাউন্ট থেকে ৪টি ভিন্ন ভিন্ন উপায়ে টাকা আনা যায়।
পদ্ধতিগুলো হল –
১’চেক,
২’ক্রেডিট কার্ড,
৩’ব্যাংক ট্রান্সফার এবং
৪’ব্যাংক ওয়্যার
১) চেক: এই পদ্ধতিতে একটি চিঠির মাধ্যমে চেক পাঠানো হয়। চেকের জন্য এলার্টপে-কে ৪ ডলার ফি দিতে হয় এবং একাউন্টে সর্বনিম্ন ২০ ডলার হলে চেকের জন্য আবেদন করা যায়। আবেদন করার ২ দিনের মধ্যে একটি চেক আপনার ঠিকানায় পাঠানো হবে, যা হাতে পেতে ২ থেকে ৩ সপ্তাহ পর্যন্ত সময় লেগে যেতে পারে। চেকটি ডলারে পাঠানো হয় তাই যেসব ব্যাংক ডলারে চেক গ্রহণ করে সেখানে এটি জমা দিতে হবে। সরকারী ব্যাংকের মাধ্যমে চেক থেকে টাকা তুলতে অল্প একটা ফি দিতে হয়, তবে সময় বেশি নিবে। আর বেসরকারী ব্যাংকে তুলনা মূলকভাবে বেশি ফি দিতে হবে কিন্তু সময় অনেক কম লাগবে। যাদের ব্যাংক একাউন্ট কিংবা ক্রেডিট কার্ড নেই তাদের জন্য এটি খুব দরকারি, সময় একটু বেশি লাগলেও ঝামেলা কম। প্রথম প্রথম যখন আপনার আয় কম থাকবে তখন এই পদ্ধতি ইউজ করতে পারেন। পরে আয় বাড়লে মাস্টার কার্ড নিয়ে নিতে পারেন। তবে সাবধান, আপনার এলার্ট পে একাউন্টে আপনার ঠিকানা সঠিক ভাবে দিবেন এবং ” চেক” পাঠানোর আগে ঠিকানা ভালো ভাবে চেক করে দিবেন।
২ ) ক্রেডিট কার্ড: যাদের ভিসা বা মাস্টারকার্ড রয়েছে তারা এই পদ্ধতিতে খুব সহজেই টাকা আনতে পারবেন। এলার্টপে সাইটে ক্রেডিট কার্ডের কথা বলা হলেও এটি ডেবিট কার্ডও সাপোর্ট করে। এজন্য প্রথমে এলার্টপে সাইটে কার্ডটি যোগ করতে হবে। কার্ডটি যাচাই করার জন্য এলার্টপে আপনার কার্ড থেকে ১ থেকে ২ ডলারের মধ্যে একটি অর্থ এলার্টপে একাউন্টে নিয়ে আসবে। এরপর কত ডলার লেনদেন হয়েছে এবং সেই পরিমাণটি এলার্টপে সাইটে এসে একটি টেক্সটবক্সে প্রবেশ করাতে হবে। সঠিকভাবে ডলারের পরিমাণটি বলতে পারলে আপনার কার্ডটি অর্থ লেনদেনের জন্য উপযোগী হবে। লক্ষ্যণীয় যে, আপনার এলার্টপে একাউন্টে অর্থ লেনদেনের মূল মূদ্রা হিসেবে ইউরো থাকলে কার্ড যাচাইয়ের পূর্বেই ডলারে পরিবর্তন নিতে হবে। অন্যথায় সঠিকভাবে কার্ডটি যাচাই হবে না। এলার্টপে থেকে কার্ডে প্রতিবার লেনদেনে ৫ ডলার ফি দিতে হয় এবং সর্বনিম্ন ১০ ডলার উঠানো যায়, যা ৩ থেকে ৪ দিনের মধ্যে কার্ডে সরাসরি চলে আসে। এরপর নিকটস্থ ATM (যেগুলো মার্সারকার্ড সাপোর্ট করে যেমন DBBL, Standard Chartered Bank) থেকে যে কোন সময় টাকা তোলা যায়।

৩ )ব্যাংক ট্রান্সফার: এলার্টপে থেকে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে টাকা আনা যায় না। তবে যাদেরমাস্টারকার্ডে US Virtual Account নামক সার্ভিসটি আছে তারা এই পদ্ধতিতে মাত্র ০.৫ ডলারের বিনিময়ে কার্ডে টাকা আনতে পারেন। আর সময় লাগে মাত্র ২ থেকে ৩ দিন। যারা এক বছর থেকে Payoneer কার্ডটি ব্যবহার করছেন তারা এই US Virtual Account এর জন্য Payoneer সাইটে আবেদন করতে পারেন। এক্ষেত্রে আপনাকে যুক্তরাষ্ট্রের First Bank of Delaware নামক ব্যাংকের একটি ভার্চুয়াল একাউন্ট দেয়া হবে। এই ব্যাংকের সাথে মাস্টারকার্ডটি যুক্ত থাকে। অর্থাৎ কেউ যদি আপনার ওই ব্যাংক একাউন্টে টাকা পাঠায় তখন এটি সরাসরি আপনার কার্ডে জমা হয়ে যাবে। তবে এই ব্যাংক একাউন্ট থেকে কখনও অন্যকে আপনি টাকা পাঠাতে পারবেন না, শুধুমাত্র গ্রহণ করতে পারবেন। এলার্টপে সাইটে এই ব্যাংক একাউন্টটি যুক্ত করতে প্রথমে Add Bank Account পৃষ্ঠায় গিয়ে দেশ হিসেবে United States সিলেক্ট করতে হবে। তারপর Bank Transfer সিলেক্ট করে একাউন্টটির নাম্বার, ABA Routing নাম্বার, ব্যাংকের নাম ইত্যাদি তথ্য দিতে
৪) ব্যাংক ওয়্যার: যাদের কোন ভিসা বা মাস্টারকার্ড নেই তারা এই পদ্ধতিতে দেশের ব্যাংকে সরাসরি টাকা আনতে পারবেন। এটি সাইটের সবচেয়ে ব্যয়বহুল পদ্ধতি। এক্ষেত্রে খরচ পড়বে ১৫ ডলার এবং সর্বনিম্ন ৪০ ডলার হলে এই পদ্ধতিতে টাকা উঠানো যাবে। ব্যাংক ওয়্যারের মাধ্যমে আপনার ব্যাংক একাউন্টে টাকা আসতে প্রায় এক সপ্তাহের মত সময় লাগবে। ব্যাংক ওয়্যারের জন্য প্রথমে সাইটে আপনার ব্যাংক একাউন্টের নাম্বার, ব্যাংক কোড, ব্রাঞ্চ কোড এবং SWIFT CODE যোগ করতে হবে, যা আপনার ব্যাংকে যোগাযোগ করে তথ্যগুলো সংগ্রহ করতে পারেন।
এখন দেখুন কিভাবে এলার্টপে একাউন্টে আপনার ব্যাংক
একাউন্ট যোগ করবেন।
১. এলার্টপে একাউন্ট এ লগিন করে Overview ক্লিক করুন, তারপর “Add a bank account” ক্লিক করুন

২. তারপর সঠিক ফিল্ডে আপনার ব্যাংক একাউন্টের প্রয়োজনীয় ইনফর্মেশন গুলো ফিল আপ করে এলার্টপে একাউন্ট এ

আপনার ব্যাংক একাউন্টে টি Add করুন।
এই অ্যালার্ট পে একাউন্ট আপনার অনলাইন ব্যাংক হিসাবে কাজ করবে এবং নেটে আয়ের সাইট গুলো আপনাকে আপনার অ্যালার্ট পে একাউন্টে এ পেমেন্ট করবে, তারপর আপনি সেই পেমেন্ট আপনার ব্যাংক একাউন্টে বা চেকে অথবা Visa বা Master ক্রেডিট/ডেবিট কার্ডে কিছু চার্জের বিনিময়ে টাকা তুলতে পারবেন।

ও আরো আছে
টাকা উর্পাজন করুন Alert pay এর মাধ্যমে

আপনি খুব সহজেই Alert pay এর মাধ্যমে টাকা উর্পাজন করতে পারি।
Alert pay হল টাকা আদান প্রদানের একটি মাধ্যম ,যার মাধ্যমে টাকা উপার্জন করা যায়। প্রতিটি Referrals একাউন্ট এর জন্য আপনাকে দেওয়া হবে ১০ ডলার । আপনি তিনটি উপায়ে Alertpay Account থেকে টাকা আয় করতে পারেন-
1. Referrals

2. Link Code Earn money with AlertPay

3. Banner Code
আপনার Referrals link পেতে Earn Money এর উপর ক্লিক করুন।
তারপর Referrals এর উপর ক্লিক করুন

আপনার এই Referrals link টি copy কোরে সবার সাথে share করুন

undefined
আপনার এই Referrals link মাধ্যমে কেউ একাউন্ট করলে আপনি পাবেন ১০ ডলার ।
Referrals একাউন্ট এর মাধ্যমে টাকা আয় করতে হলে আপনাকে কিছু শর্তপূরন করতে হবে-
1.Referrals must open an AlertPay Personal Pro or Business account.

2.Referrals must transact $250.00 (sending and/or receiving).
3.After your 10th referral, we will pay you $10.00 USD a referral.
4.Self-referrals, or referrals from the
same IP address, will not be paid out.

1 টি মন্তব্য:

Hasan Mallick বলেছেন...

"Payza"

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons