

১. আপনার ফ্রীলান্সার ড্যাসবোর্ড এর পেমেন্টস মেন্যু থেকে Withdraw funds এ ক্লিক করুন।

২. এবার Withdraw request থেকে moneybookers.com নির্বাচন করুন।

৩. উল্লেখ্য, আপনি যত ডলার উত্তোলন করতে
চাইবেন, আপনার একাউন্টে অবশ্যই তত ডলার থাকতে হবে। moneybookers.com এর
মাধ্যমে আপনি সর্বনিম্ন 30$ এবং সর্বোচ্চ 10000$ উত্তোলন করতে পারবেন।
এবার, Withdraw অপশনে আপনার moneybookers.com এর ইমেইল আইডি, Withdraw
ডলারের পরিমান লিখে দিয়ে Next করুন।

৪. এবার, moneybookers.com এ আপনার
রিকোয়েষ্ট কনফার্ম করুন। যদি কোন কিছু পরিবর্তন করতে হয়, তবে Back করে
পরিবর্তন করে নিন। অন্যথায়, Submit Request এ ক্লিক করুন।

৫. আপনার মেইলে কনফার্ম মেসেজ দিবে
রিকোয়েষ্ট টি সাবমিট হলে। এখানে, Request Status : Delayed দেখানোর কারন
হচ্ছে আপনার ফ্রীলান্সার একাউন্টে পর্যাপ্ত ডলার নাই। রিকোয়েষ্ট প্রোসেসিং
এর সময় নিবে অন্ত্যত ১৫-২০ দিন। তার পরের রিকোয়েষ্ট গুলো সর্বোচ্চ ৩ দিন
সময় নিবে। কবে নাগাদ আপনার ডলার moneybookers.com এর ডিপোজিট হবে তাও
উল্লেখ্য।

৬. এবার Payments মেন্যু থেকে View Payments এ ক্লিক করে পেমেন্ট এর বিস্তারিত দেখে নিন।



এবার অপেক্ষা করুন ডলার ট্রান্সফার এর জন্য। সমস্যা হলে মন্তব্যে অথবা ফেসবুক গ্রুপে জানাতে ভুলবেন না।
লিখেছেনঃ আরিফুল ইসলাম (শাওন) মূল লেখা
0 টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন