সোমবার, ১২ মার্চ, ২০১২

আপনার ওয়েবসাইটটিকে পরিচিত করুন (Search Engine Optimization)



আপনি যদি একজন ওয়েবমাস্টার হন এবং আপনার যদি একটি ওয়েবসাইট থাকে তাহলে আপনি অবশ্যই চাইবেন সবাই আপনার ওয়েবসাইটটি সার্চ করে সহজে খুজে পাক। যারা এ্যাডসেন্স করছেন তাদের জন্য পেইজ ভিজিট একটি খুবই গুরুত্বপূর্ন বিষয়। সার্চ অপটিমাইজেশনের অনেক টেকনিক আছে, আমি এ লেখায় একটি টেকনিক Sitemap কিভাবে তৈরী করবেন তা নিয়ে আলোচনা করব।


Sitemap সাধারনত একটি XML ফাইল, যেটি আপনার ওয়েবসাইটের পুরো স্টাকচারকে একটি তালিকা আকারে তুলে ধরে। এই XML ফাইলের মূল লক্ষ্য হচ্ছে সার্চ ইঞ্জিনকে আপনার সাইটটির বিষয়বস্তু কি, কখন সে আপনার সাইটকে সার্চ রেজাল্টে তুলে আনবে ইত্যাদি বুঝতে সহায়তা করা।



আপনি যদি একজন প্রোগ্রামার হন, তাহলে আপনি নিজেই পছন্দ অনুযায়ী Sitemap তৈরী করে নিতে পারবেন। কিন্তু যারা প্রোগ্রামিং সম্পর্কে অতটা অভিজ্ঞ নন তাদের ওয়েবসাইটের Sitemap তৈরী করার জন্য একটি চমৎকার সাইট http://www.xml-sitemaps.com । এখানে Sitemap তৈরী করা অত্যন্ত সহজ, মাত্র ৪টি স্টেপে কাজটি শেষ হবে :

১। আপনি এই সাইটে গিয়ে আপনার ওয়েবসাইটের পুরো URL (যেমন: http://www.domain.com) দিন।

২। এবার Start বাটনে প্রেস করলে ওরা ওদের নিজস্ব Web Crawler দিয়ে একটি Sitemap তৈরী করে দেবে।

৩। এই Sitemap.xml ফাইলটিকে ডাউনলোড করে আপনার ওয়েবসার্ভারের "public_html/" এ আপলোড করে দিন।

৪। এখন এই লিংকের মাধ্যমে Google Webmaster account এ প্রবেশ করুন। এজন্য আপনার একটি Gmail একাউন্ট থাকতে হবে। যদি না থাকে সেক্ষেত্রে আগে একটি Gmail একাউন্ট তৈরী করে নিন।



Google Webmaster এ গিয়ে Add a site এ ক্লিক করুন। আপনার ওয়েবসাইটের পুরো URL দিয়ে Continue বাটন প্রেস করুন।



নতুন পেইজে আপনাকে Website Ownership Verify করতে বলবে। এখানে ৪টি অপশন রয়েছে, আপনি আপনার পছন্দমত যেকোন অপশন Choose করতে পারেন। আমি Choose করছি “Upload an HTML file to your server”, এখান থেকে একটি Verification File download করে “public_html/” এ আপলোড করে দিন। এরপর Verify বাটনে প্রেস করুন। এখন এটি আপনাকে Dashboard এ নিয়ে যাবে, যেখানে আপনি Add Sitemap লিংক পাবেন। সেখানে, আপনার সার্ভারে আপলোড করা Sitemap.xml ফাইলটির URL দেখিয়ে দিন। Google Webmaster আপনার সাইটটির সমস্ত ইনফরমেশন সংরক্ষন করবে এবং আপনি যেকোন সময় এই Dashboard এ এসে তা দেখতে পারবেন।



Yahoo!!! : গুগলের মত ইয়াহুতেও Sitemap.xml টি দেখিয়ে দিতে হবে যাতে সে তার সার্চ রেজাল্টে আপনার সাইটটি তুলে আনতে পারে। এজন্য আপনাকে আর নতুন করে Sitemap.xml ফাইলটি তৈরী করতে হবে না। শুধু URL দিয়ে দেখিয়ে দিলেই হবে। তাই আপনি Yahoo File Explorer পেইজটি ভিজিট করুন। এখানে আপনার ওয়েবসাইটের পুরো URL দিয়ে Add My Site এ ক্লিক করলেই হবে।



Bing.com : মাইক্রোসফটের Bing সার্চ ইঞ্জিনেরও নিজস্ব Webmaster Account আছে। এজন্য আপনার একটি hotmail একাউন্ট থাকতে হবে। এই মেইল এড্রেস দিয়ে Webmaster এ Login করে আপনার তৈরী করা Sitemap.xml টি আপলোড করে দিলেই হবে।



Ask.com : Ask সার্চ ইঞ্জিনে Sitemap দেয়া সবচেয়ে সহজ। এর জন্য আপনাকে শুধু একটি URL কপি করে ব্রাউজারে দিলেই হবে। URL টি হচ্ছে "http://submissions.ask.com/ping?sitemap=http://www.MYSITE.com/sitemap.xml" , এখানে আপনি শুধু MYSITEলেখা অংশের বদলে আপনার ওয়েবসাইটের domain name টি দিন। ব্যাস, এবার URL টি কপি করে ব্রাউজারে দিয়ে পেইজটি ভিজিট করলেই ওরা আপনার ওয়েবসাইটিকে ওদের সার্ভারে যুক্ত করে নেবে।

এছাড়া আরও অসংখ্য পদ্ধতি আছে Search Engine Optimization এর জন্য। যেমন : আপনি আপনার ওয়েবপেইজটি তৈরীর সময় কিছু meta tag ব্যবহার করতে পারেন। যেগুলো সার্চ ইঞ্জিনকে সাহায্য করবে আপনার ওয়েবপেইজের বিষয়বস্তু বুঝতে। একটি Example আমি নিচে দিচ্ছি :



উপরের কোডিং এর ডাবল কোটেশনের মধ্যে আপনি আপনার ইনফরমেশনগুলো লিখে আপনার ওয়েবসাইটের প্রথমপাতার head ট্যাগের মধ্যে দিয়ে দিন। ব্যাস, আজকে এ পর্যন্তই থাক.....

0 টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons